শ্রীশ্রীযুগাচার্য্য জীবন চরিত
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজীর দিব্য জীবনলীলা প্রকাশিত হইলো। তাঁর স্থূল জীবন লীলার উপর যবনিকাপাত ঘটিয়াছে ১৯৪১ খৃষ্টাব্দে। ইতিমধ্যেই তাঁহার ভবিষ্যতবাণী বর্ণে বর্ণে প্রত্যক্ষ হইতেছে। দেশের বিশেষ ভাবে হিন্দুজাতির জীবনে আসন্ন মহাবিপর্য্যয় প্রত্যক্ষ করিয়া অতিমাত্র বিচলিত আচার্য্যদেব প্রেরণা দান করিতেছিলেন। সেই সকল জ্ঞান এবং আচার্য্যদেবের জীবনী নিয়ে এই গ্রন্থ প্রকাশিত হইল।