ভারত সেবাশ্রম সঙ্ঘের সিউড়ি শাখার ইতিবৃত্ত
দীর্ঘ পঞ্চাশ বছর ধরে সামান্য একটা চারাগাছ থেকে সিউড়ী শাখার মহীরুহে পরিণত হবার ইতিহাস এবং সমগ্র বীরভূম জেলায় তার শাখাপ্রশাখার বিস্তৃতির পেছনে রয়েছে সঙ্ঘের সর্বত্যাগী সন্ন্যাসী সম্প্রদায়ের আপ্রাণ প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম – তার-ই কাহিনী লিপিবদ্ধ রইলো এই গ্রন্থে।